এবার অভিজিৎ রায়ের বই প্রকাশককে হুমকি
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম
সন্ত্রাসীদের হাতে নিহত মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশককে এবার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি পেয়ে মোহাম্মদপুর থানায় শনিবার সকালে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আহমেদুর রশীদ টুটুল জানান, অভিজিৎ রায়ের বেশ কয়েকটি বই আমার প্রকাশনী থেকে বের হয়েছে। আমাকে হত্যা করা উচিত, ফেসবুকে এমন হুমকি পেয়ে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপারটি অবহিত করি।
এবারের বইমেলায় অভিজিৎ রায়ের ‘শূন্য থেকে মহাবিশ্ব’ বইটি প্রকাশিত হয় শুদ্ধস্বর থেকে।
মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জানে আলম এ সম্পর্কে বলেন, বিষয়টি আমরা ব্যাপারটি তদন্ত করে দেখছি।
গত ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি`র কাছে বিজ্ঞান-লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
প্রতিক্ষণ/এডি/রবি