এবার এলো রাবারের কি-বোর্ড
প্রতিক্ষণ ডেস্ক
আধুনিক যুগে প্রযুক্তির বদৌলতে আমরা অনেক আবিষ্কার দ্বারাই উপকৃত হয়েছি যা আমাদের জীবনের চলার পথকে সহজ এবং সমৃদ্ধ করেছে। আমাদের প্রতিদিনের অফিশিয়াল কাজের একটি অতীব প্রয়োজনীয় অংশ হচ্ছে কি-বোর্ড।
টাইপ করার জন্য কি-বোর্ডের কোন বিকল্প নেই। এতদিন আমরা শুধু প্লাস্টিকের কি-বোর্ড দেখে এসেছি। কিন্তু এখন বাজারে এসেছে রাবারের তৈরি কি-বোর্ড। এটি সহজে বহনযোগ্য এবং ভাঁজ করা যায়। ডাইয়েলেকট্রিক ইলাসটোমার নামক এক ধরণের রাবার দিয়ে এই কি-বোর্ড তৈরি।
এই কি-বোর্ডটির উদ্ভাবক হলেন নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডেনিয়েল জু। তিনি বলেন, ‘চিন্তা করুন, আপনি নিচে কিছু ফেলে দিলেন সেটা নিচে ড্রপ করে আবার আপনার হাতে চলে আসলো। অথচ ভাঙ্গলোও না। এটাই হলো রাবারের বৈশিষ্ট্য, নমনীয় এবং প্রসারিত থাকা।’
কি-বোর্ডটি বানানো হয়েছে ৯০ ডিগ্রিতে ঘোরানোর সুবিধা দিয়ে এবং এটি রাবারের একটিমাত্র লেমিনেটেড কাঠামো দিয়ে তৈরি।
৯ টি ভিন্ন ধরণের অবস্থান থেকে সেন্সর দিয়ে কি-বোর্ডটি ব্যবহার করা যাবে। জু বলেন, ‘কি-বোর্ডটির কি গুলো বানানো হয়েছে পাতলা রাবার দিয়ে। এটা দিয়ে যে কোন কিছু মোড়ানো যাবে। এবং যাই মোড়ানো হবে তাই কি-বোর্ডে পরিণত হবে।’
প্রতিক্ষণ/এডি/এফটি