এবার নিয়ে তৃতীয় বার শি জিনপিং চীনের ক্ষমতার চেয়ারে
শি জিনপিং এবার নিয়ে টানা তৃতীয় বার চীনের প্রেসিডেন্ট হচ্ছেন । বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সপ্তাহজুড়ে চলা সিসিপি’র পঞ্চবার্ষিক সম্মেলন শেষে পার্টিতে ব্যাপক রদবদল আসে। সেখানে লি কেকিয়াংকে সরিয়ে শি’কে পার্টির প্রধান করা হয়। তাছাড়া পূর্ণ তালিকা প্রকাশ না করেই বেলা ১১টায় প্রায় ২০০ জেষ্ঠ্য নেতা নিয়ে সিসিপি’র নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
শনিবার (২২ অক্টোবর) চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) সম্মেলনে শি জিনকে দলের মূল নেতা হিসেবে আবারও অনুমোদন দেওয়া হয়। আর এর মাধ্যমেই নজীরহীনভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি।
অন্যদিকে, আয়োজন শেষ হওয়ার আগেই সাবেক নেতা হু জিনতাওকে সম্মেলন থেকে অপ্রত্যাশিতভাবে বের করে দেওয়া হয়। এ নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি সিসিপি।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, পূর্ণ তালিকা প্রকাশ না করেই শনিবার সকাল ১১টায় প্রায় ২০০ জ্যেষ্ঠ নেতা নিয়ে সিসিপি’র নতুন কেন্দ্রীয় কমিটি হয়।
সূত্র : বিবিসি