এবার বিনামূল্যে ল্যাপটপ: জয়
নিজস্ব প্রতিবেদক
সরকার ছাত্রছাত্রীর হাতে ৩৩ কোটি বই বিনামূল্যে বিতরণের পর এবার ল্যাপটপ বিতরণ শুরু করেছে বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন।
রোববার রাজধানীর আগারগাঁও এর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করতে কালে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার পাঁচ হাজার ‘ডিজিটাল সেন্টার’ তৈরি করেছে। এখন দেশে এমন কোনো ইউনিয়ন নেই যেখানে কম্পিউটার ল্যাব বা ডিজিটাল সেন্টার নেই। আমরা দেশের ১১৮টি বিশ্ববিদ্যালয়কে ফাইবার অপটিক কেবল দিয়ে সংযুক্ত করতে কাজ করছি। এই বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি ওয়াইফাই জোন করার কাজও দ্রুত গতিতে চলছে।
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জানান, ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ প্রকল্পের প্রথম ধাপে ৫০০ ল্যাপটপ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
প্রতিক্ষণ/এডি/নুর