তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। ‘রানআউট’ ছবিতে অভিনয় করে দর্শকদের থেকে বেশ প্রশংসা কুড়িয়েছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী নাগ।
নতুন বছর শুরুতেই আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘হারজিত’। আর এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী মাহি।
কাশেম আলী দুলালের লেখা কাহিনীতে ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। নিউ জেন এন্টারটেইনমেন্ট ও অভি কথাচিত্রের ব্যানারে নির্মিত হবে সজল-মাহিকে নিয়ে নতুন এ ছবিটি।
ছবি প্রসঙ্গে সজল বলেন, গল্প শুনইে আমার খুব ভালো লেগেছে। সত্যি মন ছুঁয়ে যাবার মতো কাহিনী-সংলাপ থাকবে ছবিটিতে। যেমন রোমান্টিক, তেমন অ্যাকশান আর সঙ্গে কমেডিও। সব মিলিয়ে বলবো, ইটস অ্যা ফুল প্যাকেজ অব এন্টারটেইনমেন্ট। আশা করি দর্শকরা নতুন কিছু পাবেন এই ছবি থেকে।
অন্যদিকে মাহি বলেন, ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। মে মাস থেকে এ ছবির কাজ শুরু হবে।
প্রতিক্ষণ/এডি/এফটি