সিডনিতে আইসিসির চূড়ান্ত অব্যবস্থার খবর প্রকাশ হলো আজ। দুই দিন আগেই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক দল সহ হোবার্টে যাবার সময় বিমান বন্দরে আইসিসির অব্যবস্থার কথা প্রকাশ্যেই মিডিয়াতে বলেছিলেন। এবার মুখ খেলেছে ভারতীয় ক্রিকেট দলের কোহেলী-রোহিত শর্মারা।
আজ অনুশীলনের পর দুপুরের খাবার খেলেন না ক্ষুব্ধ রোহিত শর্মা, বিরাট কোহলিরা। একটি ইংরাজি সংবাদ পত্রের দাবি, মঙ্গলবার আয়োজকদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা পছন্দ হয়নি ভারতীয় দলের। স্টেডিয়ামে না খেয়ে হোটেলে ফিরে যায় ভারতীয় দল। এমন তথ্যই আজ প্রকাশ করেছে ভারতীয় কলকাতা ভিত্তিক অনলাইন পত্রিকা আনন্দবাজার।
প্রচন্ড খিদে পাওয়ায় দলের কয়েক জন সদস্য ওই খাবারই অল্প করে খেয়ে নেওয়ার কথা বলেন। কিন্তু রাজি হননি বাকিরা। বাধা দেন কোচিং স্টাফরাও। ওই খাবার খেয়ে কোনও ক্রিকেটারের শারীরিক সমস্যা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে সমস্যা পড়তে হতে পারে দলকে। শেষ পর্যন্ত সিডনির আয়োজকদের দেওয়া মধ্যাহ্নভোজ না খাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুক্ষণ খিদে সহ্য করে হোটেলে ফিরে দুপুরের খাবার খাওয়ার সিদ্ধান্ত নেন রোহিতরা।
মঙ্গলবারের অনুশীলন বাধ্যতামূলক ছিল না। রোহিত, কোহলি ছাড়াও এ দিন অনুশীলনে আসেন দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ এবং দীপক হুডা। বাকিরা হোটেলে বিশ্রাম নেন। কারণ ব্ল্যাকটাউনের হোটেল থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দূরত্ব ৪২ কিলোমিটার। নেদারল্যান্ডস ম্যাচের আগে বাড়তি ধকল এড়াতেই অনুশীলন ঐচ্ছিক করে দেওয়া হয়। বুধবার ভারতীয় দল হোটেলের কাছাকাছি একটি অন্য মাঠে অনুশীলন করবে।
সূত্র : আনন্দবাজার