এবার সম্পর্কচ্ছেদ করলো কাতার ও জিবুতি

প্রকাশঃ জানুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ১:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

irnইরানের রাজধানী তেহরানে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে ইরানের বিক্ষোভকারীদের হামলার জের ধরে এবার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো কাতার ও জিবুতি।

তেহরান থেকে দেশ দুটি তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে শিয়া মুসলিমদের নেতা শেখ নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরানের রাজধানী তেহরানে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে ইরানের বিক্ষোভকারীরা হামলা ও ভাঙচুর চালায়। সেই হামলার ঘটনার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব। তারপর বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাতও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G