এবার ২৬৬টি বাড়িতে এডিস মশার লার্ভা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২য় পর্যায়ের এডিস মশা নির্মূলে ‘বিশেষ পরিচ্ছন্নতা ও চিরুনি অভিযান’ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীরা ২য় পর্যায়ের চিরুনি অভিযানের দশম দিনে ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ১০ হাজার ৮৩৯টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১৩টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভার উপস্থিতি খুঁজে পায়। এছাড়া ৬ হাজার ১২৭টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থানে জমে থাকা পানি পাওয়া যায়।
গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় দফা চিরুনি অভিযানে ১০ দিনে ৩৬টি ওয়ার্ডে সর্বমোট ১ লাখ ১ হাজার ৯২৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ২৬৬টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। এছাড়া ৬০ হাজার ২৪৭টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থানে জমে থাকা পানি পাওয়া গেছে। সে স্থানগুলো ধ্বংস করে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।
চিরুনি অভিযানকালে মাটির পাত্র, ফুলের টব, পানির ট্যাংকের নিচ, ড্রাম, চিপসের প্যাকেট, পরিত্যক্ত পানির হাউজ, কলসি, পরিত্যক্ত বেসিন, কমোড ও টয়লেটের ফ্লাশ, বালতি, টায়ার, খাবারের প্লাস্টিক-প্যাকেট, লিফটের নিচ, নির্মাণাধীন ভবন, ডোবা, পলিথিন, ডাবের খোসা, নিচু জায়গা, ছোট পাত্র, নারকেলের মালা, পানির ড্রাম, মাটির হাড়ি, প্লাস্টিকের পাত্র, বাড়ির ছাদ, দুই বাড়ির মধ্যবর্তী স্থান, ওয়াসার মিটার, গ্যারেজ ইত্যাদি জায়গায় এডিস মশার লার্ভা এবং এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।
এডিস মশা নির্মূলে বছরব্যাপী ডিএনসিসির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিক্ষণ/এডি/শাআ