এমপি ও দুই সচিবের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

দুনীতিহাতিরঝিলে জমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির প্রাক্তন সংসদ সদস্য আবুল কাশেম ও তার স্ত্রী সুফিয়া কাশেমসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ এ সংক্রান্ত চার্জশিট অনুমোদন করেছে কমিশন। শিগগিরই আদালতে দুদকের উপ-পরিচালক আবদুস সাত্তার এ চার্জশিট দাখিল করবেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তারা হলেন প্রাক্তন সংসদ সদস্য আবুল কাশেম, তার স্ত্রী সুফিয়া কাশেম, জ্বালানী মন্ত্রণালয়ের উপসচিব জ্ঞানেন্দ্র নাথ সরকার ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

২০১৩ সালের ২৬ ডিসেম্বর দুদক পরিচালক যতন কুমার রায় (এলপিআর) রাজধানীর কোতয়ালী থাকায় বাদি হয়ে এ সংক্রান্ত মামলা করেছিলেন।

দুদকের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালে জ্ঞানেন্দ্র নাথ সরকার ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ও মোখলেসুর রহমান অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে পারস্পারিক যোগসাজসে হাতিরঝিলে তেজকুনিপাড়া মৌজায় ৫৫ শতাংশ জমি দেখিয়ে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছেন। অথচ সেখানে তাদের নামে কোনো জমি ছিল না। প্রকৃতপক্ষে ওই জমি সরকারি সম্পত্তি। এক সময় ওই সম্পত্তির মালিক ছিলেন ভাওয়াল রাজা। প্রজাস্বত্ব আইন অনুযায়ী ১৯৫২ সালের ২৪ অক্টোবর ওই জমি তৎকালীন সরকার একোয়ার করে।

প্রতিক্ষণ/এডি/খুশি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G