এমপি রানার জামিন ৪ মাসের জন্য স্থগিত
মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান রানার হাইকোর্টের দেয়া জামিন চার মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। রানার জামিন আবেদন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানিতে এই আদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আগামীর ৬ মাসের মধ্যে এ মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছে। এই সময় পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রানার পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার, রোকন উদ্দিন মাহমুদ ও রুশো মোস্তফা।
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার প্রধান আসামি রানা গত বছরের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী।
গত ১৩ এপ্রিল রানাকে জামিন দেয় হাইকোর্টের বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চ। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
টাঙ্গাইল আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় অজ্ঞাতদেরকে আসামি করে মামলা করেন তাঁর স্ত্রী। এই মামলার তদন্ত করতে গিয়ে সংসদ সদস্য রানার সম্পৃক্ততা বের হয়ে আসে। হত্যার তিন বছরেরও বেশি সময় পর ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি সংসদ সদস্য রানা, তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
তারও আগে আত্মগোপনে যাওয়া রানার বাড়ির যাবতীয় মালামাল বাজেয়াপ্ত করে পুলিশ। তবে আদালতের আদেশে বাড়িতে যাওয়ার আগেই এই সংসদ সদস্যের স্বজনরা প্রায় সব মালামাল সরিয়ে নেন।
প্রতিক্ষণ/এডি/সাই