এমপি লিটনের জামিন মঞ্জুর
শিশু সৌরভ হত্যা চেষ্টার অভিযোগে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন মঞ্জুর করেছে আদালত।
জেলা আমলী আদালতে (সুন্দরগঞ্জ) আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত এ রায় দেন।
এর আগে একই আদালতে বৃহস্পতিবার জামিনের আবেদন করা হলে আদালতের বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউছুফ রোববার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন।
এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু জানান, ‘৮ নভেম্বর থেকে জাতীয় সংসদ অধিবেশন শুরু হবে। তাই সংসদ অধিবেশনে এমপি লিটন যাতে অংশ নিতে পারেন সে জন্যই বৃহস্পতিবার জামিনের আবেদন আদালতে দাখিল করা হয়। আমরা শতভাগ আশাবাদী শুনানি শেষে আদালত এমপি লিটনের জামিন মঞ্জুর করবেন।’
প্রসঙ্গত, সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় ২ অক্টোবর ভোরে এমপি লিটনের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।
প্রতিক্ষণ/এডি/এনজে