এলাকাবাসী-বিজিবির প্রতিরোধে বিএসএফের পলায়ন
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাতক্ষীরা সীমান্তের বাংলাদেশ ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ রুখে দিয়েছে স্থানীয় জনতা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় বিএসএফ সদস্যরা একটি অস্ত্র, গুলি ও তাদের ব্যবহৃত একটি নৌকা ফেলে পালিয়ে যায়।
শুক্রবার ভোরে কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের প্রধান পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রিভার পিলার ১১ এর কাছে এ ঘটনা ঘটে।
বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে প্রবল বৃষ্টির ভেতর আকস্মিকভাবে বিএসএফের হাকিমপুর ক্যাম্পের কয়েক সদস্য একটি স্পিডবোট ও একটি দেশি নৌকায় সোনাই নদীর বাংলাদেশ কূলে চলে আসে। তাদের মধ্যে দুই বিএসএফ সদস্য অস্ত্র নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কয়েক গ্রামবাসীকে তাড়া করে।
এ সময় গ্রামবাসী তাদের প্রতিহতের চেষ্টা করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিজিবি সদস্যরা এগিয়ে এলে বিএসএফ সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
সুবেদার রব আরো জানান, পালিয়ে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের ব্যবহৃত ২০ রাউন্ড গুলিসহ একটি এসএলআর ও একটি নৌকা ফেলে রেখে যায়।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে মাদরা সীমান্তে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি ও বিএসএফএর ১৫২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাজেশ কুমার পতাকা বৈঠক করেন।
প্রতিক্ষণ/এডি/জুয়েল