‘এ কেমন প্রেমের গল্পে’ অঞ্জলি

প্রথম প্রকাশঃ আগস্ট ২২, ২০১৫ সময়ঃ ১২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩০ অপরাহ্ণ

ফারজানা ওয়াহিদ

anjali sathiচলচ্চিত্রের নতুন মুখ অঞ্জলি। স্বপ্ন দেখেন একদিন চলচ্চিত্রের নামকরা নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাবেন। এ জন্য শিক্ষকতা ছেড়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। পরিবারের সঙ্গে একরকম যুদ্ধ করেই মিডিয়ায় আসতে হয়েছে অঞ্জলিকে। এখন চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন তিনি। অঞ্জলি মনে করেন, ছোট ছোট কাজ করেই একদিন বড় কিছু হবেন তিনি।

মকবুল হোসেনের পরিচালনায় ‘এ কেমন প্রেমের গল্প’ ছবিটিতে অভিনয় করছেন আশিক চৌধুরী ও অঞ্জলী সাথী। আগামী দু’একদিনের মধ্যে ছবিটির মহরত করা হবে। মহরতের পর ১২ই সেপ্টেম্বর ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বিক্রমপুরের বিভিন্ন লোকেশনে।

ছবিটির গল্প লিখেছেন নায়ক আশিক চৌধুরী নিজেই। গল্প লেখার পাশাপাশি ছবিটির সহকারী পরিচালক হিসেবে কাজও করবেন আশিক। এছাড়াও ছবিটিতে থাকা চারটি গানের মধ্যে একটি গান থাকছে আশিকের কথায়।

প্রমিজ মাল্টিমিডিয়ার ব্যানারে বিক্রমপুর, শরীয়তপুর, ঢাকা, বান্দরবান, কক্সবাজারসহ দেশের বিভিন্ন লোকেশনে করা হবে ছবিটির শুটিং। ছবিটিতে আরো অভিনয় করবেন সিরাজ হায়দার, চিকন আলী, রেবেকা, শিউলীসহ অনেকে।

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G