ঐতিহ্যবাহী মোরগ লড়াই

প্রকাশঃ সেপ্টেম্বর ২২, ২০২০ সময়ঃ ১:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১২ অপরাহ্ণ

অজিত সরকার

 দুইটি মোরগের প্রাণপণ লড়াই চলছে। এ লড়াই জয়-পরাজয়ের লড়াই। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো উৎসুক জনতা ভীড় জমিয়েছেন এ লড়াই দেখতে। বারবার করতালির মাধ্যমে তারা উপভোগ করছেন হারিয়ে যাওয়া গ্রামবাংলার এ খেলা। ঢাকার ডেমরাস্থ সানারপাড় এলাকায় ব্যতিক্রমধর্মী এ খেলার আয়োজন করেন রুমী চৌধুরী|

বাংলাদেশ লোকাল আসিল মোরগ চ্যাম্পিয়নশীপ-২০২০ প্রথম লীগের এ মোরগ লড়াইয়ের খেলায় বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, টঙ্গী, কুমিল্লা ও ঢাকা থেকে প্রতিযোগীরা ২৪টি আসিল মোরগ নিয়ে খেলায় অংশগ্রহণ করেন।

সুষ্ঠু সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই ভিন্নধর্মী এ মোরগ লড়াইয়ের আয়োজন বলে জানান খেলার আয়োজক রুমী চৌধুরী।

তিনি জানান, প্রথম লীগের খেলায় বিজয়ীরা পরবর্তী ২৮ দিন পর দ্বিতীয় লীগে অংশগ্রহণ করবেন। লীগ ভিত্তিক এই খেলায় চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
রুমী চৌধুরী জানান, এ মোরগ লড়াইয়ের প্রতিযোগিতা প্রতি দু’বছর পরপর অনুষ্ঠিত হয়। এ বছর করোনার কারণে সীমিত পরিসরে খেলার আয়োজন করা হয়েছে। আশা করছি আগামীতে বড় পরিসরে এ খেলার আয়োজন করা হবে।

প্রতি /এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G