ওজন কমাবে বিশেষ রেসিপির চা

প্রকাশঃ জুলাই ১, ২০১৬ সময়ঃ ১২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Cinnamon-Honey-Tea

বাড়তি ওজন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আজকাল স্বাস্থ্য সচেতন সকলেই চেষ্টা করেন ওজন নিয়ন্ত্রণে রাখতে, ওজন কমাতে। কিন্তু জিমে গিয়ে কঠিন পরিশ্রম করাটা হয়তো অনেকের কাছেই কঠিন লাগে, আবার অনেকে সময়ও বের করতে পারেন না। আবার দিনের পর দিন না খেয়ে বা কম খেয়ে ওজন কমানোটাও খুব ক্লান্তিকর।

এমন সব কারণে যারা ওজন কমাতে পারছেন না তাদের জন্য রয়েছে চায়ের এক অতি সাধারণ ঘরোয়া রেসিপি, যা দ্রুত আপনার ওজন কমাতে সাহায্য করবে।

আপনাকে যা করতে হবে তা হল, প্রথমেই এই তিনটি ঘরোয়া উপাদান মিশিয়ে তৈরি করে নিতে হবে একটি মিশ্রণ—

১. ১ চা চামচ দারুচিনি,
২. ১/২ কাপ কাঁচা মধু,
৩. ৩/৪ কাপ নারকোল তেল।

তারপর এক চা চামচ পরিমাণ এই মিশ্রণ মিশিয়ে নিন সকালের গরম চায়ের কাপে। এবার পান করুন সেই চা। ব্যস্, ওজন কমানোর জন্য এইটুকুই যথেষ্ট।

অবিশ্বাস্য লাগছে? তাহলে জেনে রাখুন, ওজন কমানোর এই প্রাকৃতিক অভ্যাসে সায় রয়েছে ডাক্তারদেরও। দারুচিনি শরীরে শর্করা থেকে কর্মক্ষমতা সঞ্চয়ের প্রক্রিয়াকে তরান্বিত করে। কাঁচা মধু উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। আর নারকেল তেল বাড়ায় শরীরের মেটাবলিজম। পরিণামে শরীরে মেদ ঝরে গিয়ে হ্রাস পায় ওজন।

এবার নিশ্চয়ই ভাবছেন এই মিশ্রণের এক চামচ চায়ের কাপে মেশালে না জানি কেমন খেতে হবে সেই চা! তাহলে আপনাকে ভরসা দিয়ে বলাই যায় যে, খেতে কিন্তু খারাপ লাগবে না মোটেই। বিশ্বাস না হলে একদিন খেয়েই দেখুন না।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G