ওবামার ইফতার পার্টি
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশসহ মুসলিম প্রধান দেশগুলোর কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউজে ইফতার করেছেন।
ওবামা মুসলিমদের সম্মানে আয়োজিত সোমবারের ওই ইফতার পার্টিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ মুসলিম প্রধান দেশগুলোর দেড়শো জন কূটনৈতিক কর্মকর্তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
ইফতার শুরুর আগে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে ওবামা রমজান, ধর্ম চর্চার স্বাধীনতা, ধর্ম-বর্ণের কারণে ঘৃণ্য অপরাধের সমালোচনা, মধ্যপ্রাচ্য এবং রোহিঙ্গা মুসলিমদের দুর্দশার কথা বলেন।
চার্চে হত্যাকাণ্ড, ইসলামিক স্টেট জঙ্গিদের সমালোচনা করে ওবামা বলেন, দেখতে ভিন্ন কিংবা ধর্ম বিশ্বাস ভিন্ন হওয়ায় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মেনে নেয়া যায় না। সবাইকে এসব ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে দাঁড়াতে হবে।