ওবায়দুলের রিমান্ড চাইবে পুলিশ
প্রতিক্ষন ডেস্কঃ
রাজধানীতে স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যার ঘটনায় গ্রেপ্তার ওবায়দুল খানের রিমান্ড চাইবে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি জানিয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হকের নেতৃত্বে তাকে নীলফামারী থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বুধবার রাতে ওবায়দুলকে ঢাকায় আনা হয়েছে। তাঁকে রমনা থানা হেফাজতে রাখা হয়েছে। আজ তাঁর ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
এর আগে গত বুধবার দুপুরে ঢাকার কাকরাইলে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের উপরে রিশার পেট ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় টেইলার্স কর্মচারী ‘বখাটে যুবক’ ওবায়দুল রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার মারা যায় রিশা।
এ ঘটনায় ওবায়দুল খানকে আসামি করে একটি মামলা করেন রিশার মা। সেই মামলায় গতকাল ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়।
প্রতিক্ষণ/এডি/আরএম