‘ওম’ চিহ্নিত জুতা বিক্রি, বিক্রেতা গ্রেফতার
প্রতিক্ষণ ডেস্কঃ
হিন্দু ধর্মালম্বীদের পবিত্র চিহ্ন ‘ওম’ খোদাই করা জুতা বিক্রির অভিযোগে পাকিস্তানের সিন্ধ প্রদেশে এক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভের প্রেক্ষাপটে পাকিস্তানের ব্লাসফেমি আইনের আওতায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তার দোকানের মালামাল জব্দ করা হয়।
পাকিস্তান হিন্দু পরিষদের প্রধান বলেছেন, হিন্দুদের পবিত্র চিহ্ন ‘ওম’ খোদাই করা ওই জুতো বিক্রির মাধ্যমে তাদের অসম্মান করা হয়েছে এবং এটা অনৈতিক।
ধর্মের প্রশ্নে অতিরিক্ত সংবেদনশীল পাকিস্তানের ব্লাসফেমি আইনের আওতায় যে কোন ধর্মকে অসম্মান করা অপরাধ। সে কারণেই ওম চিহ্ন সংবলিত জুতা বিক্রি করায় বিচারের মুখোমুখি হতে হবে এই জুতা বিক্রেতাকে।
উল্লেখ্য, পাকিস্তানে ইসলামের নবী হযরত মুহাম্মদ (সঃ) অসম্মান করলে তার শাস্তি মৃত্যুদণ্ড।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া