ওয়্যারলেস চার্জার আনলো মাইক্রোসফট

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ২:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫২ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

DT-903_orange-white-green_1-300x150লুমিয়া মডেলের ফোনের জন্য বিশেষ ওয়্যারলেস চার্জার উন্মুক্ত করলো সফট জায়ান্ট মাইক্রোসফট প্রতিষ্ঠান। এর ফলে ব্যবহারকারীর ফোন চার্জ করা আরও সহজ করলো এ প্রতিষ্ঠানটি।

বিশেষ এই চার্জার দিয়ে একইসাথে  মাইক্রোসফটের লুমিয়া ও নোকিয়াতে চার্জ দেয়া যাবে। চার্জারটির মডেল হল ডিটি-৯৩০। ব্লুটুথ ৪.০ ওয়্যারলেস চার্জারে আছে এলইডি লাইট যা ফোনে নোটিফিকেশন আসার সাথে সাথে আলো জ্বালাবে।

তবে শুধুমাত্র লুমিয়া সিরিজের অপারেটিং সিস্টেম ৮.১ এ চার্জ করা যাবে এই চার্জার দিয়ে। সাদা, কমলা ও সবুজ এই তিনটি রঙে পাওয়া যায় এই ওয়্যারলেস চার্জার।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G