ওরিয়েন্টাল ব্যাংকের ৭ কর্মকর্তার কারাদণ্ড
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের ৭ কর্মকর্তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া অতিরিক্ত এক কোটি নব্বই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। যা প্রত্যেকের কাছ থেকে সমানুপাতে আদায় করা হবে।
সোমবার ঢাকার ২-নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এসব আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ওরিয়েন্টাল ব্যাংকের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, প্রাক্তন সিনিয়র অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, মো. তরিকুল আলম, প্রাক্তন এস.ই.ভি.পি. ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, মেসার্স তানভীল অ্যাজেন্সির মালিক কামরুল ইসলাম ও ইমামুল হক।
মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৭ জুলাই মেসার্স তানভীল এ্যাজেন্সি নামের একটি ভুয়া ও বেনামি কোম্পানি ওরিয়েন্টাল ব্যাংকের বাবুবাজার শাখা থেকে ১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করে। এ ঘটনায় ২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।
প্রতিক্ষণ/এডি/আরিফ