ওয়াই-ফাই নেটওয়ার্ক জোন সাথেই রাখুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৯:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

full_372249249_1422276708আমাদের অনেকেই ইন্টারনেট সংযোগের জন্য ওয়াই-ফাইকে সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করি। আর ওয়াইফাই সংযোগের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল ওয়াই-ফাইয়ের রেঞ্জ। আর এ সমস্যার সমাধান করতে পারে একমাত্র পোর্টেবল ওয়াই-ফাই নেটওয়ার্ক।

আর এ জন্য প্রয়োজন হবে পোর্টেবল ওয়াই-ফাই যন্ত্রটি সব সময় বহন করা। তবে এ ধরনের যন্ত্র সাধারণত ব্যাটারি দ্বারাও চলে। ফলে একবার চার্জ দিলে তা থেকে বেশ কিছুক্ষণ ইন্টারনেট ব্যবহার সম্ভব।

বাজারে প্রচলিত এ ধরনের পোর্টেবল ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্ট বা রাউটারগুলো মোবাইল ইন্টারনেট ডেটা গ্রহণ করে তা আবার ওয়াই-ফাইতে প্রেরণ করে। ফলে আপনার যদি ল্যাপটপ ও ট্যাবে মোবাইল ডেটা গ্রহণের সুযোগ না থাকে, তাহলেও সেগুলোতে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যাবে (ওয়াই-ফাইয়ের মাধ্যমে)।

এ কাজের জন্য দেখতে পারেন ডি-লিংক ও হুয়াওয়েই রাউটার বা মডেম। এ কম্পানিগুলোর বহু ডিভাইস রয়েছে এ কাজের উপযোগী। এর মধ্যে ডি লিংক ডিডব্লিউআর-৭১০ (D-Link DWR-710 Le Petit HSPA+) বা হুয়াওয়েই ই৮২৩১ (Huawei E8231) চালাতে পারেন।

এ কাজের উপযোগী আরও কিছু রাউটার রয়েছে। যেমন সাড়ে চার হাজার টাকা মূল্যের প্রোলিংক পিআরটি৭০০৬এইচ (Prolink PRT7006H)।

ডি লিংকের আরেকটি রাউটার হলো এন১৫০ (D-Link 3 G Wireless N150 Wi-Fi Router), যার মূল্য মাত্র দুই হাজার টাকা। তবে যন্ত্রটির ব্যাটারি ব্যাকআপ নেই।

এ ধরনের যন্ত্রগুলোতে সাধারণত বেশ কয়েকটি ডিভাইস ওয়াই-ফাইয়ের মাধ্যমে ব্যবহার করা যায়।

বাংলাদেশে আপনি যদি সিটিসেলের সিডিএমএ নেটওয়ার্ক ব্যবহার করতে চান তাহলে পাঁচ হাজার টাকা মূল্যের হুয়াওয়েই ইসি৫৩২১ (Huawei EC5321) ব্যবহার করতে পারেন।

যেকোনো যন্ত্র কেনার আগেই তাতে সিম লাগানোর ব্যবস্থা এবং ব্যাটারি ব্যাকআপ রয়েছে কি না, কিংবা থাকলেও তা কতক্ষণ থাকে, সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G