কক্সবাজারে ইয়াবা সহ আটক নারী পাচারকারী
জেলা প্রতিবেদক
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ইয়াবা সহ আটক জাইতুন আকতার রিনা নামক এক তরুণীকে তিন দিনের সাজা দিয়েছে আদালত। মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহার আদালতে এ সাজা দেয়া হয়।রিনা মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।
একই দিন বিকেলে শহরের আলির জাহাল সাব মেরিন ক্যাবল ল্যান্ডিং ষ্টেশন এলাকায় যাত্রীবাহী সিএনজি থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে জাইতুন আকতার রিনাকেকে ইয়াবা সহ আটক করে।
কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস জানান, তার কাছে পঁয়তাল্লিশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায়, আটককৃত জাইতুন আকতার রিনা বিজিবি ক্যাম্প এলাকার একটি বাসা ভাড়া করে থাকে। তার বিরুদ্ধে ইয়াবা পাচার সহ মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ করেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, সে শহরের বিভিন্ন সময়ে একাধিক ভাড়া বাসা পরিবর্তন করেছে। মূলত সে মিয়ানমারের নাগরিক হওয়ার সুবাধে ইয়াবার চালান সহজে বাংলাদেশে নিয়ে আসে। সে সাথে ইয়াবার চালান কক্সবাজার সহ আশপাশের জেলা গুলোতে পাচার করার কাজ করে থাকে বলে ও অভিযোগ এলাকাবাসীর।
প্রতিক্ষণ/এডি/তাফসির