কক্সবাজারে ঘূর্ণিঝড়ে ৩ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন গাছ চাপায় এবং একজন আতঙ্কে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান এ তথ্য জানান।
গাছ চাপা পড়ে নিহতরা হলেন, জেলার চকরিয়া উপজেলার ধোলা হাজারা এলাকার রহমত উল্লাহ (৫০) এবং একই উপজেলার পূর্ব বড়হেউলা ইউনিয়নের সিকদারপাড়ার নুরুল আলমের স্ত্রী সায়েরা খাতুন (৬০)। আর কক্সবাজার পৌরসভার নুনিয়াচটা আশ্রয়কেন্দ্রে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বদিউল আলমের স্ত্রী মরিয়ম বেগম (৫৫)।
এছাড়া মোরা’র আঘাতে এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, মোরা’র আঘাতে শুধু কক্সবাজার পৌর এলাকায়ই সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কিছু আংশিক, কিছু সম্পূর্ণ। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর আহম্মদ বলেন, এ ইউনিয়নে দেড় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক জায়গায় গাছপালা উপড়ে গেছে।
প্রতিক্ষণ/এডি/সাই