কক্সবাজারে পাহাড় ধসঃ নিহত ১
নিজস্ব প্রতিবেদক
পাহাড়ি ঢলে এবার তলিয়ে গেছে কক্সবাজার শহর। টানা দুইদিনের বর্ষণে কক্সবাজারের কিছু এলাকায় আবারো বন্যা দেখা দিয়েছে। কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড দক্ষিণ মহুরি পাড়ায় পাহাড় ধসে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ফারজানা ইয়াছমিন (১৪)। তিনি দক্ষিণ মহুরি পাড়ার আবু তাহেরের মেয়ে ও ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় মোহাম্মদ কবিরের ছেলে মাহাবুব উল্লাহ মাহাবু দীর্ঘদিন ধরে পাহাড় কেটে আসছিল। ওই পাহাড়ের একটি অংশ ধসে পার্শ্ববর্তী আবু তাহেরের বাড়ির উপর পড়ে। এ সময় বাড়ির সবাই বের হয়ে আসতে সক্ষম হলেও চাপা পড়েন ফারজানা আকতার।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, কাটা পাহাড়ের একটি অংশ ধসে বাড়ির উপর পড়লে ওই ছাত্রীর মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।
প্রতিক্ষন/এডমি/এফজে