কক্সবাজারে বন্যায় নিহতের সংখ্যা ১১
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
কক্সবাজারে বৃহস্পতিবার ও শুক্রবারের টানা বর্ষণে পাহাড় ধসে এবং গাছের নিচে চাপা পড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে সাত জন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
মৃত ১১ জনের মধ্যে রামুতে পাহাড়ি ঢলে ছয় জন, সেন্টমার্টিন দ্বীপে ঝড়ো হাওয়ায় গাছ চাপা পড়ে দুই জন, কক্সবাজার শহরে পাহাড় ধসে এক জন, পেকুয়ায় মায়ের কোল থেকে পড়ে এক শিশু ও চকরিয়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়।
নিহতরা হলেন, হালিমা বেগম, রিদুয়ান, জিনু মিয়া, আমির হোসেন, হুমায়ারা বেগম , আনোয়ারা বেগম ,মোহাম্মদ জিসান, আবছার,আনোয়ার হোসেন সহ আড়াই বছরের এক শিশু।
এছাড়া টানা বর্ষণে রামুর ছয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক বসতবাড়ি। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় সড়ক প্লাবিত হয়ে কক্সবাজার-টেকনাফ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, কক্সবাজারে ৪৭ বছরে এমন বৃষ্টিপাত আর হয়নি, ৪৮ ঘণ্টায় ৬৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
প্রতিক্ষণ/এডি/জুয়েল