নিজস্ব প্রতিবেদক
এক পা দু’ পা করে আসি আসি করতে করতেই চলে এসেছে ঈদ। পুরো দুনিয়া মেতে উঠেছে ঈদের আমেজে। আর এই আমেজে বাদ পড়েনি রূপালি পর্দাও ।
ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘ অগ্নি-২ ’ মুক্তির প্রথম দিনেই দুই কোটি দশ লাখ টাকার ব্যবসা করেছে বলে দাবি করছে দেশের প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
তাদের দাবি, এটা দেশীয় ছবির ইতিহাসে নতুন রেকর্ড। এর আগে কোনো ছবি প্রথম দিনে এতো টাকার ব্যবসা করেনি।
মুক্তির পরদিন ছবিটি ঘরে তুলেছে এক কোটি আশি লাখ টাকা। ঈদের তৃতীয় আর চতুর্থ দিনেও এটি দেখতে ঢাকার স্টার সিনেপ্লেক্স, সনি, মধুমিতা এবং ঢাকার বাইরে যশোরের মনিহার, খুলনা, গাজীপুর, চালা, টাঙ্গাইল, শেরপুরসহ বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সব মিলিয়ে ‘অগ্নি’র ব্যবসাকেও টপকে গেছে ‘ অগ্নি-২ ’।
‘ অগ্নি-২ ’ ছবিতেও নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। এ ছাড়া নতুন যুক্ত হয়েছেন কলকাতার ওম, বলিউডের আশীষ বিদ্যার্থী, অমিত হাসান, টাইগার রবি প্রমুখ।
১৪ আগস্ট থেকে ভারত, চীন (মান্দারিন ভাষায়), হংকং, মালয়েশিয়া (মালয় ভাষায়), ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইটালি ও আমেরিকাতে প্রদর্শিত হবে ছবিটি। এর দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডে।
প্রতিক্ষণ/ডেস্ক/সজল