কথা বলবে কুকুর!

প্রকাশঃ ডিসেম্বর ১০, ২০১৫ সময়ঃ ৯:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৫ অপরাহ্ণ

dog-03জর্জিয়া টেক-এর একদল গবেষক  প্রযুক্তির মাধ্যমে কুকুর প্রজাতিকে মানুষের সঙ্গে কথা বলার ক্ষমতা দেবার কাজ করে যাচ্ছে আর তা সম্ভব হলে সেটি কুকুর প্রজাতির জন্য এক বিপুল সম্ভাবনা সৃষ্টি করবে।

জর্জিয়া টেক ব্রেইন ল্যাব-এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক মেলোডি মুর জ্যাকসন সম্প্রতি কুকুরদের পরার জন্য প্রযুক্তি নির্ভর ভেস্ট তৈরি করেছেন। আর এতে থাকা সেন্সরটি সহজেই চালু করে স্বয়ংক্রিয় অডিও বার্তা পাঠানোর মাধ্যমে মানুষের সাথে কথা বলে সাহায্য চায়তে পারবে ।

জ্যাকসন তার একটি সাক্ষাৎকারে  বলেন, ‘একদিন একটা কুকুর তার অন্ধ মালিকের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে তার মালিককে  দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল। কারণ পথটি ছিল ভেজা, যা তার অন্ধ মালিক লাঠি দিয়ে শনাক্ত করতে পারেনি।’ জ্যাকসন জানান, প্রযুক্তি নির্ভর ভেস্ট সহজে কুকুরকে তার মালিকের এমন অবস্থায় জায়গা পরিবর্তনে সাহায্য করতে পারবে।

নতুন এই প্রজেক্টটি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি। আরো গবেষণা করে দেখছি যে এই সেন্সরকে ব্যবহার করে আরো কোন কোন সেবা কুকুরের কাছ থেকে পেতে পারি।’

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G