কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

প্রকাশঃ আগস্ট ২৮, ২০১৬ সময়ঃ ১০:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

imgres

কুষ্টিয়ার মিরপুরের র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার এক আসামির মৃত‌্যু হয়েছে। শনিবার গভীর রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাবের কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান।

নিহত মুকুল মুন্সী (৪৫) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর বারমাইল গ্রামের ইউসুপ মুন্সীর ছেলে।

র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি সংঘবদ্ধ ডাকাত চক্রের  সদস্য। ডাকাতির প্রস্তুতিকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি চাপাতি ও গাছ কাটার করাত ও দড়ি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, শনিবার মধ্যরাতে  কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান নামক স্থানে রাস্তার ধারে ডাকাতির প্রস্তুতি নিয়ে একদল লোক অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়ার একটি দল সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মুকুল মুন্সী।

র‌্যাব কর্মকর্তা মোসাদ্দেক জানান, মুকুলের বিরুদ্ধে ভেড়ামারাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে আধা ডজন মামলা রয়েছে। এদিকে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে র‌্যাব।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G