কনজার্ভেটিভ পার্টির নিরঙ্কুশ বিজয়
আন্তর্জাতিক ডেস্ক :
বৃটেনের পার্লামেন্ট নির্বাচনে আবারো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে ডেভিড ক্যামেরনের দল রক্ষণশীল কনজার্ভেটিভ পার্টি।
এর ফলে আবারো ডেভিড ক্যামেরন দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। নির্বাচনে সংখ্যাগরিষ্টতার জন্য প্রয়োজনীয় ৩২৬ আসন পেয়েছে দলটি।
বিজয়ের ভবিষ্যতবাণী আগেই করেছিলেন দলীয় সদস্য এবং মন্ত্রী মাইকেল গোভ। তিনি বলেছিলেন, নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তবে রক্ষণশীলদের বিজয় সুনিশ্চিত। নির্বাচনী গনরায়ের মধ্য দিয়ে আগামী পাঁচ বছরের জন্যে ব্রিটেনের মসনদে আবারও বসতে যাচ্ছে রক্ষণশীল এ দলটি।
এদিকে, নির্বাচনে তাদের নিকটতম প্রতিদন্ডী দ্বিতীয় বৃহত্তম দল লেবার পার্টি পেয়েছে ২৩০টি আসন। আর ৫৬টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি।
এ ছাড়া লিবারেল ডেমোক্র্যাট পার্টি ৮টি, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি ৮টি, সিন ফেইন ৪টি, প্লেইড কিম্রু ৩টি, সোশ্যাল ডেমোক্রেটিক এ্যান্ড লেবার পার্টি ৩টি, আলস্টার ইউনিয়নিস্ট পার্টি ২টি এবং ইউকেআইপি, গ্রিন পার্টি ও অন্যান্য ১টি করে আসন পেয়েছে।
বৃহস্পতিবার দেশটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৫ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬৬ শতাংশ।
নির্বাচনের আগে এবং ভোটগ্রহণ শেষে যেসব জরিপের ফল প্রকাশ করা হয়েছিল তাতে কনজার্ভেটিভ পার্টির ৩১৬টি আসন পাওয়া সম্ভাবনার কথা বলা হয়েছিল। ওই সম্ভাবনা ছাড়িয়ে এককভাবে নির্বাচিত হলো দলটি।
প্রতিক্ষণ/এডি/নুর