নিজস্ব প্রতিবেদক
ঢাকা শহরে বাইক আর সাইক্লিং যারা করে তাদের মধ্যে এক অঘোষিত প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। কেউ কারো থেকে পিছিয়ে থাকতে চায় না। কেউ যদি ৫ লাখ টাকার বাইক চালায় অন্য জন চালায় ৫ লাখ টাকার সাইকেল। বাইক অথবা সাইকেল যাই চালানো হোক না কেন সবার আগে প্রয়োজন নিরাপত্তার ব্যবস্থা। কারণ শখের দ্বীচক্র যানটি চালানোর সময় একটু অসাবধানতাটাই জীবননাশের কারণ হয়ে দাঁড়াবে। তাই এসব যান চালানোর জন্য হেলমেট পড়া আবশ্যক।
এই ঘটনাকে কেন্দ্র করে কনসেপ্ট মাল্টিমিডিয়া ( Concept Multimedia) তৈরি করছে তাদের নতুন শর্ট ফিল্ম এ্যামিকাস (‘Amicus’) যার অর্থ হচ্ছে বন্ধুত্ব।
পরিচালনায় ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গনমাধ্যম অধ্যায়ন ও সাংবাদিকতা বিভাগের এর ছাত্র ‘আলামিন প্রান্ত’ ও সহকারী পরিচালক এবং ক্যামেরায় ছিলেন ‘ওয়াসির হাসান’।
https://www.youtube.com/watch?v=0M8aWk70gl4&feature=youtu.be
প্রতিক্ষণ/এডি/এমএস