কন্টেইনারবন্দী ৬৮ অবৈধ অভিবাসী উদ্ধার ইংল্যান্ডে
আন্তর্জাতিক ডেস্ক
ইংল্যান্ডে কন্টেইনারবন্দী ৬৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পূর্ব ইংল্যান্ডের এসেক্সে বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে দু’জন গর্ভবতী নারীও রয়েছেন। বার্তা সংস্থা সিনহুয়া।
খবরে বলা হয়, স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীরা বিভিন্ন দেশের নাগরিক। তবে ধারণা করা হচ্ছে, কন্টেইনারটি হল্যান্ড থেকে এসেছে।
এসেক্সের হারভিচ আন্তর্জাতিক বন্দরে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা) কন্টেইনারে বন্দী ওই ৬৮ অভিবাসীকে উদ্ধার করে বর্ডার ফোর্স।
গর্ভবতী দুই নারীসহ সাতজনকে এসক্সের কোলচেস্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা খুব বেশি খারাপ নয়। এ ছাড়া কোনো অভিবাসী মৃত্যুঝুঁকিতে নেই বলেও গণমাধ্যমগুলো জানিয়েছে।
যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তারা পেট ও বুকের ব্যথায় পীড়িত এবং খুব দুর্বল বোধ করছেন।
অপর ৬১ অভিবাসীকে ইউকে বর্ডার এজেন্সির কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর