কবি আল মাহমুদ আর নেই
সোনালী কাবিনের কবি আল মাহমুদ আর নেই। আজ শুক্রবার রাত ১১টার কিছু পরে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কবি আল মাহমুদের ব্যক্তিগত সহকারী কবি আবিদ আজম তার এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন- ‘আল মাহমুদ জীবনের ওপারে, প্রভুর সান্নিধ্যে পৌঁছে গেছেন রাত ১১টায়; তিনি আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনা।’
এর আগে ৯ ফেব্রুয়ারি রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কবিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
আল মাহমুদের বয়স হয়েছিল ৮২ বছর। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।
প্রতিক্ষণ/এডি/মাআ