জীবের অনাহুত কষ্ট আমাকে পীড়া দেয়
জড়ের নির্লিপ্ততা বিষন্ন করে নেয়।
অত্যাচার-অন্যায়-অনিয়ম কষ্ট দেয়
আমার আবেগ ছিনতাই করে নেয়।
হৃদয়পুরে আবেগের তুমুল মাতামাতি
যখন – তখন ডুবে যাই ; ভেসে যাই
বিষাক্ত প্রতিবেশে প্রতিবাদে জড়াই।
তাতেই আমাতে অত্যাচারী বিরক্ত
যাতেই সুবিধাবাদী পৃথিবী আসক্ত!
খুব বুঝতে পারছি –
আমিই সুবিধাবাদীদের সমস্যা সৃষ্টি করছি;
তাদের অনিয়মের সিংহাসন নাড়িয়ে দিচ্ছি ;
অন্যায় – দুর্নীতির পথ দুর্গম করে তুলছি ;
তাতেই আমি বিশৃঙ্খলা – নৈরাজ্য সৃষ্টিকারী!
আমি শুধুই বেঁচে থাকার পরীক্ষায় নামছি ;
কথা দিচ্ছি –
রোবট হয়ে যাবো!
যেভাবেই হোক ; শেষপর্যন্ত বাঁচতে চাই!
ন্যায় – অন্যায় বুঝবো না ;
আবেগে ভাসবো না ;
আর কখনো প্রতিবাদ করবো না ;
রোবট হয়ে যাবো!