প্রায় সবাই কমলা লেবু খেতে সবাই কমলা লেবু খেতে ভালোবাসে এবং শীতে প্রচুর পরিমানে কমলা লেবু বাজারে পাওয়া যায় কিন্তু কমলা লেবু শুধুমাত্র খোসা ছাড়িয়ে খাওয়া ছাড়া আর কোনো ক্ষেত্রে আমরা তেমন ব্যাবহার করিনা।
প্রতি দিন ডায়েটে একটা করে লেবু তো অবশ্যই রাখুন। তা ছাড়াও ফ্রুট স্যালাড, ক্ষীর কমলা, মার্মালেড, জ্যাম আরও কত কিছু যে বানানো যায় কমলা লেবু দিয়ে। তবে খোসাগুলো ফেলে দেবেন না যেন। আজকের গ্যালারি থেকে দেখে নিন কত কাজে লাগাতে পারেন কমলা লেবুর খোসা।
-খোসা ছাড়িয়ে কমলা লেবুর খোসা রাখতে পারেন আপনার দৈনন্দিন ব্যবহার করা জুতো জোড়ায়,
ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন অনায়াসেই।
-কমলা লেবুর খোসা চিনি এবং নারিকেল তেল মিশিয়ে তৈরী করতে পারেন বডি স্ক্র্যাবার।
-দাঁতে লেবুর খোসা ঘষে কুলকুচি করুন ঝকঝকে দাগহীন সাদা দাঁত পেয়ে যাবেন।
-কমলা লেবুর খোসা দিয়ে তৈরী করতে পারেন মোরব্বা এবং চকলেট এ চুবিয়ে পরিবেশন করতে পারেন ছোট বড় সবার সামনে।
-কমলার খোসাকে সাবধানে পুরোপুরি ছাড়িয়ে নিন এরপর ছুরি দিয়ে পছন্দসই ডিজাইন করুন।
এর ভেতর মোমবাতি দিয়ে রুমের কর্নারে সাজিয়ে রাখুন ব্যাস তৈরী হয়ে গেছে সুন্দর এবং সহজ লেম্পশেড।
–বেসিনের কল বা সিংক এর কলকেও ঝকঝকে করে দিতে পারে কমলার খোসা ।
প্রতিক্ষণ/এডি/তাজিন