কমিউনিটি মুখপত্র বের করবে সিএমপি

প্রকাশঃ মার্চ ৫, ২০১৭ সময়ঃ ১২:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৫ পূর্বাহ্ণ

ব্যুরো রিপোর্ট, চট্টগ্রাম:

জনগণকে কমিউনিটি পুলিশের কার্যক্রম অবহিতকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন মাস পর পর কমিউনিটি পুলিশিং সংক্রান্ত একটি মুখপত্র বের করবে চট্টগ্রাম মেট্রোপলিট্রন পুলিশ। শনিবার সকালে সিএমপি কার্যালয়ে মহানগর কমিউনিটি পুলিশিং এর সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। কমিউনিটি পুলিশিং মহানগর কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) ফারুকুল হক প্রমুখ।

প্রধান অতিথি কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, ইভটিজিং, জঙ্গি বিরোধী সমাবেশ পরিচালনা এবং মাদক দ্রব্যের ব্যবহার ও ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের জন্য সকল কমিউনিটি পুলিশিং এর সদস্যদের প্রতি আহ্বান জানান।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G