কমোডে পানীয় তৈরি!
টয়লেট হলো মলত্যাগের জায়গা। টয়লেটের স্যাঁতসেঁতে পরিবেশে ব্যাকটিরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। আর সেই টয়লেটের কমোডে যদি খাবার প্রস্তুত করা হয়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া য়ায় না। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভিডিওটিতে দেখা গেছে, টয়লেটের কমোডের ভেতর ঠাণ্ডা পানীয় তৈরি করছেন এক নারী। কোমডের মধ্যে একের পর এক আইসক্রিম, ঠাণ্ডা পানি, স্প্রাইট, ফান্টার মতো পানীয় ঢেলে, তা ঘুঁটিয়ে ঘুঁটিয়ে পার্টি ড্রিঙ্কস তৈরি করেন তিনি। পরে তা বন্ধুদের পরিবেশনও করেন ওই নারী। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
এ নিযে সামাজিক মাধ্যমজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। কমোডের মধ্যেে ঐ নারীর পানীয় তৈরির কীর্তি প্রকাশ্যে আসার পর একের পর এক সমালোচনা উঠে আসছে। কেউ বলছেন, এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। কেউ আবার বলতে শুরু করেন, এমন কেন করছেন! কেউ আবার পালটা ভিডিও শেয়ার করেন।
‘দ্য আন্না শো’ নামে ফেসবুকের একটি পেজ থেকে প্রথমে ঐ ভিডিওটি শেয়ার করা হয়। যদিও শুধু মজার জন্যই ঐ ভিডিওটি শেয়ার করা হয়েছে বলে সংশ্লিষ্ট পেজের পক্ষ থেকে দাবি করা হয়।
প্রতিক্ষণ/এডি/শাআ