করোনায় ভারতে ৩ জন মারা গেছে

প্রকাশঃ মার্চ ১৭, ২০২০ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৪ অপরাহ্ণ

ভারতের মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ভাইরাসটির সংক্রমণে তিন জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেল।

এর আগে গেল সপ্তাহে দেশটির রাজধানী দিল্লিতে এ ভাইরাসের সংক্রমণে ৬৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। তারও আগে কর্ণাটক রাজ্যে ৭৬ বছর বয়সী এক ব্যক্তি মারা যান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।

এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৯ জন। সুস্থ হয়েছেন ১৩ জন। অন্যদিকে বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ হাজার ১১৬ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৯ হাজার ৮৮১ জন সুস্থ হয়েছেন। ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫৪৭ জন।

আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৯৫ হাজার ৫০২ জন। চিকিৎসাধীন ৮৯ হাজার ৩৩৯ জনের অবস্থা স্থিতিশীল। আর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন ৬ হাজার ১৬৩ জন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G