নিজস্ব প্রতিবেদক
করোনা একটি ছোঁয়াছুঁয়ি রোগ আপনার আমার হাঁসি-কাঁশি,হাত মুছাহাবা এবং কোলাকুলির মাধ্যমে ছড়াতে পারে এই রোগটি। এ পর্যন্ত জানা গেছে আমাদের দেশে সর্বমোট করোনার রোগি সংখ্যা ২৪ জন,মারা গেছে ২ জন পাশাপাশি হোম-কোয়ারেন্টাইনে আছে ১৪ হাজারের মত।
আমরা জাতি হিসেবে অনেক অসচেতন বলতে পারি। আমাদের মাঝে সচেতনা নাই বললেই চলে। সবাই চলছে সবার মতে করে। কেউ মানছে না সঠিক কোন নিয়মনীতি। আতঙ্কের মাঝে বিরাজ করছে পুরো দেশ ও জাতি। কেনোনা কার মাঝে করোনা আছে সঠিকভাবে আমরা বলতে পারি না। তবে আমরা এখনো সবার সাথে কোলাকুলি করছি হাত মিলাচ্ছি অাড্ডা দিচ্ছি। নেই কোন বাঁধা নিষেধ কে শুনে কার কথা।
করোনা রোগটি মূলত আপনার আমার হাতের মাধ্যমে ছড়াতে পারে। তাই কারো সাথে হাত মুছাহাবা থেকে একদম বিরত থাকা দরকার। পাশাপাশি শিশুদের হাত দ্বারা আদর যত্ন না করা সবার। যার তার কাছে শিশুকে না দেয়া। করোনা কার মাঝে আছে কার থেকে আপনার অামার দেহে বিরাজ করতে পারে বলাটা খুবেই মুশকিল। তাই নিজ স্থান থেকে নিজেকে সচেতন রাখা দরকার।