কর্ণফুলীতে প্রশাসনের সচেতনতায় ক্ষয়ক্ষতি কম
ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপচে পড়ে যোগাযোগ ব্যবস্থা এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুতের সাময়িক বিচ্ছিন্নের ঘটনা ছাড়া কোনো বড় ধরনের হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসনের সময়োপযোগী সঠিক দিক-নির্দেশনা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর একাত্মতায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে কর্ণফুলী এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ কম বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ।
ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে পর উপজেলা প্রশাসন, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় কর্মীরাদের প্রচেষ্টায় খুব দ্রুত রাস্তায় উপচে পড়া গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়। বৈদ্যুতিক সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের আগে জনসচেতনতা বৃদ্ধির জন্য কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউনিয়নের চেয়ারম্যানগণের সাথে একাধিকবার বৈঠকে করেছেন বলে জানা যায়।
প্রতিক্ষণ/এডি/সাই