নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’। কলকাতার জিৎ আর বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত এই ছবিটি ঈদের দিন থেকে বাংলাদেশের ৪৬টি প্রেক্ষাগৃহে এবং কলকাতাসহ পশ্চিমবঙ্গের ১১৫টি প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে ।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সুত্র অনুসারে, ঈদের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বাদশা’।
অন্যদিকে, কলকাতাতেও সাড়া ফেলেছে ‘বাদশা’। কলকাতার বসুশ্রী প্রেক্ষাগৃহে চলছে ‘বাদশা’ ছবি । হল থেকে বেরিয়ে আসা দর্শকরা প্রশংসা করছেন ছবিটির ।
কলকাতার বেহালা হলে ‘বাদশা’ ছবিটি দেখে মানসী নাথ বলেন, ‘মনে দাগ কাটার মতো ছবি।’ ঢাকুরিয়ার সন্দীপ রায় বলেছেন, ‘ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি বলেই হলে দেখতে এসেছিলাম। ভালোই লেগেছে। সত্যি বলতে, বাংলাদেশের কলাকুশলীরা বেশ ভালো অভিনয় করেছেন।’
এদিকে, ঈদে বাংলাদেশে মুক্তি পাওয়া আরেক যৌথ প্রযোজনার ছবি শাকিব -শ্রাবন্তী অভিনীত ‘শিকারি’র ছবিটি আগামী ১২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে।
প্রতিক্ষণ/এডি/এস আর এস