কলম্বাসের আগেই আমেরিকা আবিষ্কার!
প্রকাশঃ জুলাই ১৫, ২০১৬ সময়ঃ ১:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩০ অপরাহ্ণপ্রতিক্ষণ ডেস্কঃ
আমেরিকার আবিষ্কারক হিসেবে বিখ্যাত ক্রিস্টোফার কলম্বাস। কিন্তু বদলে যেতে পারে এই তথ্যটি। কারণ একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে, কলম্বাসের ২,৮০০ বছর আগেই আমেরিকা আবিষ্কার করেছিল চীন।
নিউ মেক্সিকোর এক বিজ্ঞানী জন রাসক্যাম্প এই গবেষণা করছেন। সম্প্রতি তিনি কিছু পাণ্ডুলিপি উদ্ধার করেছেন। সেখান থেকেই পাওয়া গিয়েছে এই তথ্য। রাসক্যাম্পের দাবি, ১,৩০০ খ্রিস্টপূর্বাব্দে আমেরিকায় এশিয়ার মানুষ বসবাস করত। আর কলম্বাস সেখানে যান ১৪৯২ তে। অর্থাৎ আমেরিকা আবিষ্কৃত প্রায় আরও ২,৮০০ বছর আগে। রাসক্যাম্প জানিয়েছেন, ”চীনের এই পাণ্ডুলিপি এতই পুরনো যে তা ভুয়ো হওয়া অসম্ভব।” পাশাপাশি, আমেরিকার আলবাকোয়্যারের পাথরে খোদাই করা যে লিপি তিনি খুঁজে পেয়েছেন, তা প্রাচীনকালে চীনে ব্যবহৃত হত।
ঐ গবেষক আরও দাবি করেছেন, ৫০০ খ্রিষ্টপূর্বাব্দের হাতীর একটি পিক্টোগ্রাম পাওয়া গিয়েছে। যা থেকে তাঁর দাবি একসময় বহু এশীয় মানুষ ছিলেন আমেরিকায়।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া