কলেজের প্রিন্সিপাল হিজরা!

প্রকাশঃ মে ২৮, ২০১৫ সময়ঃ ৯:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

manabiভারতের একটি সরকারি কলেজের প্রিন্সিপাল পদের জন্য মনোনীত হয়েছেন হিজরা বা তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি।

এই প্রথমবারের মতো এই সম্মান অর্জন করেছেন পশ্চিমবঙ্গের মানবী বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ জুন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নেবেন তিনি।

বহুদিন ধরেই মানবী বন্দ্যোপাধ্যায় ওই রাজ্যের ঝাড়গ্রামে আর একটি সরকারি কলেজে অধ্যাপনা করছেন। রাজ্যের তৃতীয় লিঙ্গ ভুক্তদের অধিকার অর্জনের আন্দোলনেও তিনি একজন পরিচিত মুখ, বিভিন্ন সময়ে তাঁকে সেই আন্দোলনের নেতৃত্বস্থানীয় ভূমিকায় দেখা গেছে।

কৃষ্ণনগর গর্ভনমেন্ট কলেজের প্রিন্সিপালের পদটি সম্প্রতি খালি হলে মানবী বন্দ্যোপাধ্যায় সেই পদের জন্য আবেদন করেন, এবং তারপর নিয়মমাফিক নির্বাচন প্রক্রিয়ার শেষে তিনি ওই চাকরির জন্য মনোনীত হন।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, মানবীকে এ পদে নিয়োগের ব্যাপারে আমি কোন বাধা হয়ে দাঁড়ায়নি বরং এটি ওই নিয়োগ কর্তৃপক্ষের স্বাধীন একটা সিদ্ধান্ত।

এই পদে নিযুক্ত হলে তিনিই হবেন সারা দেশে কোনও কলেজের প্রথম তৃতীয় লিঙ্গভুক্ত প্রিন্সিপাল। চাকরিটা নেওয়ার আগে এমন কোনও ভাবনা তার মাথায় আদৌ কাজ করেনি বলে জানান মানবী বন্দ্যোপাধ্যায়।

তার এই অর্জনকে ভারতের তৃতীয় লিঙ্গভুক্তরা অনেকেই স্বাগত জানাচ্ছেন। এই উদাহরণ তাদের আরও অনেকের জন্য নতুন নতুন সুযোগ উন্মুক্ত করতে পারে বলেও তারা আশা করছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G