কষ্টদায়ক সুন্দর!

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৫ সময়ঃ ১২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

chili-3প্রকৃতির অপার সৌন্দর্যও কখনো কখনো ভীষণ ভয়ংকর ও কষ্টদায়ক হয়ে ওঠে। তেমনি একটি হচ্ছে চিলির কালবুকো আগ্নেয়গিরি। বেশ কয়েক দশক সুপ্ত অবস্থায় থাকার পর আবার জেগে উঠেছে ভয়ংকর এই আগ্নেয়গিরিটি।

প্রায় ৪২ বছর পর সেই আগ্নেয়গিরি থেকে আবারো  উদগিরণ শুরু হয়েছে। গত সপ্তাহে দু’বার অগ্ন্যুৎপাত হয়েছে। আশপাশের এলাকা থেকে সব মানুষকে সরিয়ে নেয়া হয়েছে৷

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে দেখা গেছে, বুধবার চিলির কালবুকো আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত ও গলে যাওয়া পাথর, গ্যাস, ধোঁয়া এবং ছাই বের হচ্ছে। আগ্নেয়গিরির সংখ্যার ভিত্তিতে বিশ্বে চিলির অবস্থান দ্বিতীয়, আর এই আগ্নেয়গিরিটি সবচেয়ে ভয়ংকর। ৫০ কিলোমিটার দূরের এলাকা থেকেও উদগিরণ দেখা যাচ্ছে।

চিলির রাজধানী সান্তিয়াগোর ১০০০ কিলোমিটার দক্ষিণে আগ্নেয়গিরিটির অবস্থান, যার উচ্চতা ৬৫৭১ ফুট৷ দেশটির জাতীয় খনি ও ভূতত্ব বিভাগ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ঐ এলাকায় জনগণের প্রবেশ নিষেধ করেছে।

chiliবিশেষজ্ঞরা মনে করছেন, আগ্নেয়গিরির ভেতর যেসব পদার্থ রয়েছে তাদের স্থিতি শক্তি গতি শক্তিতে রূপান্তরের কারণে এই অগ্ন্যুৎপাত ঘটেছে৷ দ্বিতীয়বার অগ্ন্যুৎপাতের পর মানুষের মধে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ খাবার ও গ্যাস মজুদ রাখা শুরু করেন সবাই।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ছাই৷ এই ছাই পরিষ্কার করতে কাজ করছে সেনাবাহিনী৷ তবে কর্তৃপক্ষ হুশিয়ার করে দিয়ে বলেছে যে, বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বৃষ্টিপাত হলে ছাইভস্ম কঠিন শীলায় পরিণত হবে৷ সেই ছাইয়ের কারণে যাতে শ্বাস নিতে কষ্ট না হয়, তাই সবাইকে মাস্ক বা রুমাল ব্যবহার করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

আগ্নেয়গিরিটির ২০ কিলোমিটার এলাকার মধ্যে সব অধিবাসীকে সরিয়ে নিয়েছে চিলির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা৷ সরিয়ে নেয়া হয়েছে ৬০০০-এরও বেশি মানুষকে৷

 

 

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G