কাজে ফিরছে সাভারের গার্মেন্স শ্রমিকরা
প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে বেতন কাঠামো সমন্বিত হওয়ার পর সাভার ও আশুলিয়ার শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেছে।
আজ মঙ্গলবার সকাল থেকে এ দুটি শিল্পাঞ্চলের কারখানায় শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা যাচ্ছে।
সকাল থেকেই শ্রমিকরা লাইন ধরে কারখানায় প্রবেশ করে। তারা কাজ শুরু করেছে বলেও কয়েকটি কারাখানার কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
এদিকে আন্দোলন ঘিরে বন্ধ করে দেওয়া কারখানাগুলো খুলে দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শিগগির এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
আজ সকাল থেকে সাভার ও আশুলিয়ার কোথাও শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশের কড়া নজরদারির পাশাপাশি কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রতিক্ষণ/এডি/তাহা