কাতার বিশ্বকাপ ২০২২ এর আগে ইউক্রেন ফিফাকে দাবী জনিয়েছে। এ মাসে কাতারে শুরু হতে পাওয়া বিশ্বকাপ থেকে বাদ দিতে বলছে ইউক্রেন। ইরানের বিরুদ্ধে সরব হল রুশ আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন।
দেশটির সকারের দাবি, কাতার বিশ্বকাপ থেকে এখনই ইরানকে যেন বাতিল করা হয়। অভিযোগ, রাশিয়াকে অস্ত্র সরবরাহে ইরান সরকারের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। শুধু অভিযোগ তোলা নয়। ইউক্রেনের জাতীয় ফুটবল সংস্থা একেবারে সরাসরি ফিফার কাছেই এটা নিয়ে লিখিত প্রতিবাদ জানিয়েছে।
প্রসঙ্গত কাতারে বিশ্বকাপ শুরু হচ্ছে ২০ নভেম্বর, রবিবার।
সূত্র : বিবিসি