কানাডিয়ান মাতাল পাইলট

প্রকাশঃ জানুয়ারি ২, ২০১৭ সময়ঃ ৪:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

planeএকবার কল্পনা করে দেখুন, যে বিমানে আপনি উঠেছেন তার পাইলট যদি হয় মাতাল তাহলে আপনার মানসিক অবস্থাটি কী দাঁড়াবে।

ঠিক এরকমই একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে ছিল কানাডার একটি বিমান। যেখানে যাত্রী ছিল একশোরও বেশি। তবে  উড্ডয়নের কিছুক্ষণ আগে ককপিট থেকে এক পাইলটকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের দুই ঘণ্টা পর ৩৭ বছর বয়সী এই পাইলটের শরীরে অ্যালকোহলের সর্বোচ্চ বৈধ সীমার তিনগুণ বেশি অ্যালকোহল পাওয়া গেছে।

মাতাল এই পাইলটের বিমানটি উড্ডয়নের কথা ছিল; ভাগ্যক্রমে তা আর সম্ভব হয়নি। পরে অন্য পাইলট দিয়ে বিমানটি উড্ডয়ন করানো হয়।

শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে পাইলটের নাম মিরোস্লাভ গ্রোনিশ। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, খুব শিগগিরই আর তাকে বিমান ওড়াতে দেয়া হচ্ছে না।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G