কান্নার জন্য বিশেষ ব্যবস্থা!
প্রতিক্ষণ ডেস্ক
আপনি খুব হতাশ কিন্তু মন হালকা করার জন্য কাঁদতে পারছেন না। অথবা কোথায় কাঁদবেন এমন স্থান পাচ্ছেন না। কিন্তু একবার ভাবুনতো যে আপনাকে কাঁদানোর জন্য বিশেষভাবে ব্যবস্থা করে রাখা হয়েছে! এমনটা হয়তো কখনোই আপনি আশা করবেন না। কিন্তু উদ্ভট মানুষের এই পৃথিবীতে সবই সম্ভব।
আলাদা একটা রুমে আবেগী সিনেমার সিডি বা খুব নির্মম কোন উপন্যাস যা পড়লে আপনি কাঁদতে বাধ্য। আবার সে কান্না লুকানোর জন্যে মাস্ক এবং বিলাস বহুল টিস্যুর ব্যবস্থা থাকবে। সম্প্রতি কান্নার এমন ব্যবস্থাই করেছে জাপানের একটি বিলাসবহুল আবাসিক হোটেলটির কর্তৃপক্ষ।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে তারা তাদের নারী গ্রাহকদের জন্যে এই বিশেষ রুমের ব্যবস্থা করেছেন। বিশেষ রুমটিতে তারা ‘ফরেষ্ট গাম্প’, ‘এ টেল অব মেরী’, ‘থ্রি পাপিস’র মতো আবেগী কিছু ছবি দেখার ব্যবস্থা রেখেছেন। যাতে কাঁদতে আগ্রহীরা তাদের কান্নাকে আরো বেগবান করতে পারেন।
এছাড়াও ফেসমাস্ক এবং জাপানের ঐতিহ্যবাহী ‘মাঙ্গা কমিকসের’ ব্যবস্থাও রয়েছে। মূলত তারা তাদের নারী গ্রাহকদের হতাশা ঘোচাতে এবং মানসিক ভাবে প্রশান্তি দিতেই এই বিশেষ সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর