কাপ্তাই লেকে ভাসমান ফলের হাট

প্রকাশঃ মে ৬, ২০১৭ সময়ঃ ২:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৩ অপরাহ্ণ

হাবিব সরোয়ার আজাদ, রাঙামাটি প্রতিনিধি:

বাংলাদেশের পার্বত্য অঞ্চলের রাঙামাটির কাপ্তাই লেকে ভ্রমণে আসা পর্যটকদের প্রচন্ড তাপদাহ থেকে কিছুটা স্বস্থি এনে দিতে লেকের পানিতে বসেছে গ্রীষ্মকালীন ভাসমান ফলের হাঁট।

দেশের অন্যান্য স্থানের তুলনায় গ্রীষ্মকালে পার্বত্য অঞ্চলে গরম ও তাপদাহ কিছুটা বেশী থাকায় ভ্রমণ পিপাসু পর্যটকরাও রাঙামাটি এসে প্রচন্ড তাপদাহে অস্থস্থিবোধ করেন। পর্যটকদের সুবিধার্থে কাপ্তাই লেকের দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রিজের আশেপাশে সারি সারি বোটের মধ্যে বসছে ভাসমান ফলের হাট। এসব ভাসমান হাটে পাওয়া যায় গ্রীষ্মকালীন রসালো ফল লেচু, আনাসর, পেঁপে, আতাফল, জামরুল, জাম, কাচা-পাকা আম, তরমুজ, ডালিম, মুসাম্বির, কলা, বেল, কাঠাল, ডাবের পানি ও লেবুর শরবত ইত্যাদি।

এসব ফল-ফলাদী কাপ্তাই লেকের আশেপাশের টিলা ও বস্থিতে থাকা পাহাড়ি-বাঙালিরা তাদের নিজস্ব ঝুঁমেই সার- কীটনাশক মুক্ত প্রক্রিয়ায় উৎপাদন করছেন এবং সরাসরি রাঙ্গামাটির কাপ্তাই লেকসহ আশেপাশের হাটগুলোতে সরবরাহ করে আসছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G