কাবুলে পাকিস্তানি রাষ্ট্রদূতকে হত্যার চেষ্টা
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানী কূটনীতিককে হত্যার চেষ্টা করে। যদিও হামলাকারী পাকিস্তানি কূটনীতিকের ক্ষতি করতে ব্যর্থ হয়। কিন্তু কাবুলে তার মিশনের বাইরে তার নিরাপত্তারক্ষীকে গুলি করে আহত করে।
আফগানিস্তানে পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে লক্ষ্য করে একটি “হত্যার চেষ্টা” হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, মিশন প্রধান উবাইদ উর রহমান নিজামনি তার দূতাবাস প্রাঙ্গণে হামলার লক্ষ্যবস্তু ছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টুইটারে বলেছেন, “আমি পাকিস্তানের হেড অফ মিশন কাবুলের উপর নৃশংস হত্যা প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই।”
দুই প্রতিবেশীর মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার তার আফগান প্রতিপক্ষ আমির খান মুত্তাকির সঙ্গে আলোচনার জন্য কাবুল সফরের কয়েকদিন পর এই হামলা হয়।
সূত্র : আল-জাজিরা