কাবুলে বিশ্ববিদ্যালয়ে হামলা, নিহত ১৫
প্রতিক্ষণ ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী, পুলিশ ও দুই হামলাকারীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন।
গত বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা) আমেরিকান ইউনিভার্সিটি নামের বিশ্ববিদ্যালয়টিতে ঐ হামলার ঘটনা ঘটে। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি।
কাবুলের পুলিশ-প্রধান আবদুল রহমান রাহিমি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে সাত শিক্ষার্থী, তিন পুলিশ ও তিন নিরাপত্তারক্ষী রয়েছেন। এ সময় পুলিশের গুলিতে দুজন হামলাকারী প্রাণ হারায়। ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের সাড়ে সাত শ শিক্ষার্থী ও কর্মচারী-কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ এ হামলাকে ‘জটিল’ ধরনের বলে বর্ণনা করেছে। ঘটনাস্থলে মার্কিন সামরিক পরামর্শক ও বিশেষ বাহিনী পাঠানো হয়েছে। হামলাকারীরা প্রথমে হাতবোমা নিক্ষেপ করে এবং পরে গুলি চালায়।
হামলার সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে অনেকের সঙ্গে আটকা পড়েছিলেন মাসুদ হোসাইনি নামের পুলিৎজার পুরস্কার পাওয়া এক আলোকচিত্র-সাংবাদিক। তিনি বলেন, আমরা শ্রেণিকক্ষে অবস্থান করছিলাম। এমন সময় বাইরে দেখি সাধারণ পোশাক পরা এক লোক আমাদের দিকে আসছেন। তিনি আমাদের লক্ষ্য করে গুলি চালান এবং হাতবোমা নিক্ষেপ করেন। আমি মেঝেতে শুয়ে পড়ে ক্রল করে বের হয়ে আসি। সেখানে অনেকে হতাহত হয়েছেন।
আমেরিকান ইউনিভার্সিটি নামের ঐ বিশ্বিবিদ্যালয়টি ২০০৫ সালে কাবুলে যাত্রা শুরু করে। এটি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত। দুই সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয়টির দুজন কর্মকর্তাকে অজ্ঞাতনামা বন্দুকধারীরা তুলে নিয়ে যায়। তাদের এখনো খোঁজ পাওয়া যায়নি। তাদের মধ্যে একজন মার্কিন ও আরেকজন অস্ট্রেলীয়। বিবিসি।
প্রতিক্ষণ/এডি/একে
=====